হ্যাঁ, কিডনি বিকল মুমূর্ষ রোগীকে কিডনি প্রদান করা জায়েজ আছে। তেমান রক্তের প্রয়োজন এমন রোগীকে রক্ত দেয়া জায়েজ। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন: দাওয়াতুল হক্ক (ইন্টানরেনেটে) এই শিরোনামে حكم التبرع بالدم وحكم التبرع بالاعضاء للغير؟। এবং আল-ইসলাম সুয়াল ও জবাব (আরবী), ফতোয়া নং ২৩২০।