সদ্য বিবাহিত এক ব্যাক্তি আমার কাছে জানতে চেয়েছে মোহরানার বিধান সম্পর্কে। বিবাহের কিছু দিন আগে ছেলে পক্ষের লোক গিয়েছিল মেয়ের ওভিভাবকের কাছে বিয়ের বিষয়ে কথা বলতে,সিদ্ধান্ত হল ছেলে বিয়েতে কোন যৌতুক নিবেনা শরীয়তের যাবতীয় নিয়ম মেনেই এই বিবাহ সম্পন্ন হবে । কথা বলার একপর্যায় মেয়ের বাবার সাথে মোহরানা বিষয়ে কথা হয়। মেয়ের বাবা ৬০ হাজার টাকা মোহরানা নির্ধারণ করায় রাজি হন। কিন্তু বিবাহের দিন মেয়ে পক্ষের লোকযন কিছুতেই ৬০ হাজার টাকা মোহরানা মেনে নেয়নি বরং তারা ছেলের কাছে ৫লক্ষ টাকা মোহরানা দাবি করেন এ সময় মেয়ের বাবা ছিল নিরব। এতে ছেলে পক্ষের সম্মতি নাথাকা সত্তেও তারা ৫লক্ষ টাকা মোহরানা নির্ধারণ করে বিবাহ রেজিষ্ট্রি করে জাবিতীয় কাজ সমাপ্ত করেন। ছেলের পক্ষে ৫লক্ষ টাকা মোহরানা পরিশধ করা কখনই সম্ভবনা। এবিষয়ে হানাফি মাযহাবের দলিলসহ সমাধান চাই।