ওয়া আলাইকুমুস সালাম। প্রথম পদ্ধতিটি হারাম। সুদ হিসাবে গন্য। আর দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ফিক্সড ডিপোজিট ইসলামী ব্যাংকে হলে জায়েজ হবে যদি ঐ ব্যাংক প্রকৃত অর্থেই ইসলামী শরীয়াহ মেনে চলে। ইসলামী শরীয়াহ মেনে না চললে শুধু্ ইসলামী ব্যাংক নাম দিলেই জায়েজ হবে না। আপনাকে খোঁজ খবর নিতে হবে তার শরীয়াহ মেনে চলছে কিনা। আর সুদভিত্তিক ব্যাংকে হলে হারাম হবে। মোটকথা: সুদ ভিত্তিক ব্যাংকে হলে উভয় পদ্ধতিই হারাম। আর প্রকৃত ইসলামী ব্যাংক হলে দ্বিতীয়টি জায়েজ। কারণ সুদ ভিত্তিক ব্যাংকগুলো টাকা সুদে লাগায় আর প্রকৃত ইসলামী ব্যাংকগুলো টাকা দিয়ে ব্যবসা করে। আর প্রথম পদ্ধতিটি কোন ইসলামী ব্যাংকে থাকতে পারে না। কারণ ব্যবসার অংশিদারিত্বের ক্ষেত্রে মাসিক নির্দিষ্ট টাকা দেয়ার চুক্তি জায়েজ নেই।