আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 894

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 11 জুলাই 2008

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। আমি আল্লাহর রহমতে টাখনুর উপরে কাপর পরি। কিন্তু পায়ে মোজা পরলে সেটা নিচ থেকে টাখনুর উপরে উঠে আসে। আমার প্রশ্ন হল টাখনু ডেকে মোজা পরার ফলে আমার কি গুনাহ হবে? আশা করি উত্তর টি জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরিধেয় বস্ত্র টাখনুর নিচে পরলে সমস্যা, মোজা টাখনুর উপরে গেলে সমস্যা নেই। মোজা তো টাখনুর ্উপরই যাবে এটাই স্বাভাবিক। গুনাহ হওয়ার কোন প্রশ্ন নেই।