ভাই, বনাবনি হয় না হওয়ার কারণ কিন্তু আপনি কিছু্ লেখেন নি। অনেক সময় বাবা-মা পুত্রবধুর প্রতি অন্যায় আচরণ করেন আর পুত্রবধু যখন সেই আচরণ সহ্য করেন না তখন পিতা-মতা পুত্রবধুর প্রতি বিরাগভাজন হয়ে যায়। এমন কিছু হলে সে ক্ষেত্রে তালাক দেয়ার প্রশ্নই আসে না। আর যদি স্ত্রীর দোষ হয়ে থাকে তাহলে দোষটা কোন পর্যায়ের তা দেখতে হবে। যদি সে শরীয়তের কোন বিষয় লংঘন করে, তাকে বলা সত্ত্বেও ফিরে না আসে সেক্ষেত্রে তালাক দেয়া যেতে পারে। আর যদি স্বাভাবিক কোন অন্যায় করে থাকে তাহলে তো আর তাকে তালাকের মত বিশাল শাস্থি দিতে পারেন না। মনে রাখবেন তালাক দিলে খুব ভেবে চিন্তে দিতে হবে। আর এক তালাকের বেশী দেয়া যাবে না যাতে পরবর্তীতে ফিরিয়ে নিতে হলে কোন সমস্যা না হয়। আপনি বিস্তারিত কারণ লিখে পাঠালে আমাদের জন্য উত্তর দেয়া সহজ হবে।