আসসালামু আলাইকুম, আমি জানতে চাই যে, মেয়ের বাবা যদি মেয়ের বিয়ের অনুমতি দিয়ে দেন কিন্তু মেয়ের বাবা বয়ষ্ক এবং অসুস্থ হবার কারণে যদি মেয়ের বিয়েতে উপস্থিত হতে না পারেন (মেয়ের বাবার বাড়ী বরিশাল, বিয়ে হবে ঢাকাতে), তাহলে মোবাইলে মেয়ের বাবার অনুমতি নিয়ে অন্য কেউ বিয়ে পড়াতে পারবেন কিনা? আর এই ক্ষেত্রে বিয়ের দিন শুধু ছেলে কবুল করলেই হবে, নাকি মেয়েকেও কবুল বলতে হবে? (আমি জানি যে মেয়েকে স্বাক্ষীর সামনে কবুল বলতে হয় না) ধন্যবাদ।