আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 889

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 জুলাই 2008

প্রশ্ন

স্যার… আমার মেয়ের বয়স দুই বছর। শুরু থেকেই রাতে ঘুমায় না। ঘুম পড়লেও কিছুক্ষন পর খুব কান্না করে জেগে যায়। আমি আয়তাল কুরসী, সূরা ফাতিহা,সূরা ইখলাস, ফালাক,নাস এবং সূরা বাকারার শেষের দুই আয়াত পরে ফুঁক দেই ….. কিন্তু তার পরও একই অবস্হা। তাবিজ ব্যবহার শির্ক জানি….তাই ব্যবহার করি না। দুই বছর যাবত একই অবস্তা.. অনুগ্রহ করে সাহায্য করবেন স্যার।

উত্তর

আমরা দুআ করি আল্লাহ আপনার এই সমস্যা দূর করে দিন। আপনি আপনার বর্ণিত আমলগুলোর পাশাপাশি সকল বিকাল সাতবার এই দুআটি পড়ে শিশুকে ফুঁক দিবেন। রাতে যখন ঘুম ভেঙে যাবে তখনও এই দুআ বারবার পড়ে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন। حَسْبِىَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ