আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 875

বিবাহ-তালাক

প্রকাশকাল: 22 জুন 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম, দুই পক্ষই রাজি এই শর্তে কোন হুজুর যদি দুইজন সাক্ষীর(পূর্ণ বয়স্ক পুরুষ) উপস্থিতিতে কোন রেজিট্রেশন (কাবিন) এবং মোহরনা নির্ধারণ ছাড়াই পাত্র-পাত্রীকে কবুল পড়িয়ে বিয়ে দেয়,তাহলে কি ওই বিয়ে হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, বিবাহ হয়ে যাবে। রেজিষ্ট্রেশন বিবাহের জন্য শর্ত নয়। তবে বর্তমানে নিরাপত্তার জন্য এটা জরুরী হয়ে পড়েছে। তবে মোহরানা নির্ধারন না করলেও মহরে মিছিল দিতে হবে।