আমি গোসল করার সময় আগে পূর্ণাংগ রূপে ওযু করি,তারপর গোসল করি। কিন্তু গোসল করার সময় আমার মাঝে মাঝে লজ্জাস্থান স্পর্শ করা হয়ে যায় মানে তা পরিষ্কার করার জন্য। আমি যতদূর জেনেছি,লজ্জাস্থান স্পর্শ করলে নাকি ওযু ভেঙ্গে যায়। এখন আমার প্রশ্ন হলো,এই গোসলের পর সালাত পড়ার জন্য আমার আবার অজু করার দরকার আছে কি না? যেহেতু লজ্জাস্থান স্পর্শ করার কারণে ঐ মাসালার আলোকে আমার অযু ভেঙ্গে গিয়েছে!