আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 867

হালাল হারাম

প্রকাশকাল: 14 জুন 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,বাজারে প্রচলিত কোমল পানীয় খাওয়া জায়েজ আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি নিশ্চিত ভাবে জানা যায় যে. কোন ব্যান্ডের কোমল পানিতে হারাম কোন দ্রব্য আছে তাহলে তা খাওয়া জায়েজ হবে না। এছাড়া জায়েজ। তবে শক্তিবর্ধক পানীয়গুলোতে মদের উপস্থিতি আছে বলে অনেকেই মনে করেন। তাই এগুলো বর্জন করা উচিত। নিশ্চিত হলে খাওয়া হারাম।