আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 84

ঈদ কুরবানী

প্রকাশকাল: 23 এপ্রিল 2006

প্রশ্ন

কেউ যদি ঈদ-উল ফিতর পালনের জন্য গ্রামের বাড়ীতে যায় সে কী কসর সালাত আদায় করবে?

উত্তর

যদি তার গ্রামে বাড়ী-ঘর থাকে, পিতা-মাতা বা আত্মীয়-স্বজন থাকে তবে সে সালাত কসর করবে না, পুরো নামায আদায় করবে।আর যদি সেখানে তার বাড়ী-ঘর না থাকে এবং তিনি অন্য কোথায় স্থায়ীভাবে বসবাস করেন তাহলে সে গ্রামের বাড়িতে এসে পনের দিনের কম থাকার নিয়ত করলে কসর সালাত আদায় করবে।