আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 839

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 মে 2008

প্রশ্ন

সন্তানের উপর মা-বাবা অন্যায় ভাবে মনে কষ্ট নিলে সে ক্ষেত্রে সন্তানের পাপ হবে কি? আর নিজের স্ত্রীর উপর কার অধিকার বেশী তার স্বামীর বাবা- মায়ের নাকি তার স্বামীর?

উত্তর

না, সন্তানের উপর মা-বাবা অন্যায়ভাবে মনে কষ্ট নিলে সে ক্ষেত্রে সন্তানের কোন গুনাহ হবে না। নিজের স্ত্রীর উপর স্বামীর অধিকার বেশী। স্ত্রী স্বামীর পিতা-মাতাকে যে খেদমত করেন তা তার উপরে ফরজ নয় বরং অনুগ্রহ। তবে স্ত্রীর উচিত হলো স্বামীর পিতা-মাতাকে মুরুব্বী মনে করে যতটা সম্ভব খেদমত করা। এতেই সংসারে শান্তি থাকে এবং বরকত হয়।