আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 835

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 মে 2008

প্রশ্ন

১। অনেকে বলেন যেসব কাজ হারাম ওইগুলাই কবিরা গুনাহ । আর কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল হয় না । এইটা কি সঠিক? তাওবা করার সঠিক নিয়ম কি? ২। তাখনুর নিচে প্যান্ট পড়া কি কবিরা গুনাহ? নাকি মাকরুহে তাহরিমি?

উত্তর

১. কবীরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না এই কথা পুরোপুরি ঠিক না। কিছু কবীরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা করা হয় না। যেমন, শিরক। এর বাইরে যিনা, মদ খাওয়া ইত্যাদি আল্লাহ তায়ালা তাওবা ছাড়াও ক্ষমা করতে পারেন। তবে মুমিনের উচিত সকল গুনাহ থেকে তাওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাওবা করার সঠিক নিয়ম হলো কৃত কাজের জন্য অনুতপ্ত হওয়া এবং ভভিষ্যতে ঐকাজে জড়িত না হওয়ার দৃঢ় ইচ্ছ করা। এভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া। ২. টাখনুর নীচে প্যান্ট পরা কবিরা গুনাহ কি মাকরুহ তা জানার দরকার যতটুকু তার চেয়ে বেশী দরকার এই হাদীসটি মনে রাখা: عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ. অর্থ: আবু হুরায়রা রা. নবী সা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, পরিধেয় বস্ত্রের যে অংশটুকু টাখনুর নিচে থাকবে সেই অংশটুকু জাহান্নামে থাকবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৭৮৭। এখন দেখুন জাহান্নাম থেকে বাঁচবেন না কবীরা গুনাহ-মাকরুহে তাহরীমি খুঁজে বেড়াবেন।