আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 832

বিবিধ

প্রকাশকাল: 10 মে 2008

প্রশ্ন

১.কোন কাপড়ে যদি বীর্য লেগে শুকিয়ে যায় ওই কাপড় পড়ে নামাজ পড়া যাবে কি? কিভাবে?
২। একাকী থাকলে ভয় বা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য কি দোয়া পড়তে হবে?

উত্তর

কাপড়ে বীর্য লাগলে ভাল করে ধুয়ে নিবেন। এরপর সেই কাপড়ে নামায পড়বেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পড়ুন: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ. উ্চ্চারণ: আউযু বি কালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন কুল্লি শায়ত্বনিন ও হাম্মাতীন ও মিন কুল্লি আইনিন লা-ম্মাতিন। সহীহ বুখারী, হাদীস নং ৩৩৭১।