আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 822

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 এপ্রিল 2008

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হিল্লা বিবাহ সম্পর্কে জানতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হিল্লা বিবাহ হারাম। হাদীসে রাসূলুল্লাহ (স.) বলছেনে, لَعَنَ اللَّهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَه র্অথ: হিল্লা বিয়েতে অংশগ্রহণকারী পুরুষ এবং মহিলা উভয়ের উপর আল্লাহর লানাত। সুনানু আবু দাউদ, হাদীস নং ২০৭৮। হাদীসটি সহীহ।