আস-সালামুআলাইকুম। ১. সাধারনত কবর জিয়ারত করতে গেলে সেখানে সুরা ফাতিহা, সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাছ পরে দরূদ শরীফ পাঠ করে মৃত দের জন্য দোয়া করা হয়ে থাকে। আমাদের সমাজে এটাই বহুল প্রচলিত আমল হিসেবে জারি আছে। আমার প্রশ্ন হল এই প্রকারের কবর জিয়ারত কি সুন্নত সম্মত। যদি না হয় তাহলে আসা করি সুন্নত সম্মত পদ্ধতি টি জানাবেন। ২. আমার ২য় প্রশ্ন হল কোরআন শরিফ পাঠ করে অথবা অন্য কোন সূরা পাঠ করে সেটার সওয়াব মৃতদের কাছে কি হাদিয়া সরুফ পাঠানো যায়?