ইসলামী দল বা ইসলামের নামে রাজনীতি করা ইসলাম সম্মত কি – না জানালে উপকৃত হবো
উত্তর
ইসলামী দল বা ইসলামী রাজনীতি দীনি দাওয়াতের একটি অংশ। সুতরাং এটা ইসলাম সম্মত। বর্তমানে সমাজে যারা ইসলামী মূল্যবোধের প্রসার ও প্রতিষ্ঠা চান না, তারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামী মূল্যবোধের বিকাশ রোধ করেন। এ কারণে ইসলামের বিরুদ্ধে সকল প্রচেষ্টার মুকাবিলা করাও আমাদের নৈতিক দায়িত্ব।বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইয়ের ৪৬৬ পৃষ্ঠ থেকে ৪৭৭ পৃষ্ঠা।