আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 815

হালাল হারাম

প্রকাশকাল: 23 এপ্রিল 2008

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। আমাদের এলাকায় কিছু ভাই VOIP Busniess এর সাথে জড়িত। এবং এতে তারা রাতারাতি অনেক টাকার মালিক হইতেছেন। আমার প্রশ্ন হল এই Busniess এর ইনকাম হালাল নাকি হারাম। সামান্য একটু ব্যাখ্যা করে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা জানতে পেরেছি এই বিজনেস দুই প্রকারের। ১.সরকারী কোন ধরনের কর ফাঁকি না দিয়ে ব্যবসা করা। এটা জায়েজ। ২. সরকারী কর ফাঁকি দিয়ে ব্যবসা করা। এটা না জায়েজ । আপনি যদি আপনাদের এলাকার ভাইদের ব্যবসার বিস্তারিত বিবরণ লিখে পাঠান তাহলে আমরা নির্দিষ্টভাবে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ।