আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 806

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 এপ্রিল 2008

প্রশ্ন

হাতে মেহেদি নিলে কি নামাযের কোন ক্ষতি হয়? অনেকে বলে যে হাতে মেহেদি নিলে যত দিন মেহেদির রং থাকে তত দিন নামায হয় না এইটা কি সত্য?আমি না জেনে মেহেদি নিয়ে ফেলেছি এখন কি আমার নামাযের কোন ক্ষতি হবে?

উত্তর

মেহেদী দুই ধরনের। ১। শুকিয়ে উঠে যায়। ২। শুকিয়ে উঠে যায় না বরং স্থায়ীভাবে লেগে থাকে। প্রথম প্রকারের মেহেদীর নেয়ার পর শুকিয়ে উঠে না যাওয়া পর্যন্ত ওযু হবে না সুতরাং নামাযও হবে না। আর দ্বিতীয় প্রকারের মেহেদীতে কোন সমস্যা নেই। তবে মেহেদী নিবে মেয়ে মানুষ, পুরুষ নয়। পুরুষ দাড়িতে মেহেদী নিতে পারে। আল্লাহ ভাল জানেন।