আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 789

নামায

প্রকাশকাল: 28 মার্চ 2008

প্রশ্ন

Q 1: চার রাকাত নামাজে, দুই রাকাত নামাজ পরে আত্তাহিয়াতুর পর কি দুরুদে ইব্রাহিম পড়া যাবে?
Q 2: নিষিদ্ধ সময় কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে?
Q 3: নিষিদ্ধ সময় কি তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে?

উত্তর

না, পড়া যাবে না। শুধু আত্তাহিয়্যাতু পড়বেন।আপনি যে নামাযগুলো সম্পর্কে প্রশ্ন করেছেন এই নামাযগুলো নিষিদ্ধ ওয়াক্তে পড়া যাবে কিনা তা নিয়ে আলেম ও ফকীহগণের মাঝে মতভেদ আছে। তবে না পড়াই ভাল বলে মনে হয়। তবে যদি কেউ পড়ে তাকে দোষারোপ করা যাবে না।