আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 767

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 মার্চ 2008

প্রশ্ন

১। অনেকে বলে যে চুল কালার করলে নামায় হয় না(সাদা চুল কলপ বা অন্য কিছু ব্যবহার করে) এই সম্পকে কোন হাদীস আছে? ২। কারোর গায়ে লাথি লগলে কুরআন ও হাদীসের আলোকে কি করতে হবে?

উত্তর

সাদা চুল কালো করলে নামায হয় নাএই কথা ঠিক নয়। তবে বয়সের কারণে চুল পাকলে সেই চুলে কালার করা না জায়েজ। কারো গায়ে লাথি লাগেল যে যদি অপমানিত বোধ করে তাহলে তার কাছে দু:খ প্রকাশ করবেন।