আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 759

নামায

প্রকাশকাল: 27 ফেব্রু. 2008

প্রশ্ন

আমাদের দেশে আসর নামাজের জন্য যে সময়টা দেয়া থাকে তার আগে পর্যন্ত কি যোহর নামাজ পরা যাবে (কোন কারণে দেরি হয়ে গেলে)? অন্য দেশে আসর নামাজের সময় বেশ আগেই হয়ে যায়। তাহলে আমাদের দেশের টাইম কি ঠিক?

উত্তর

যুহরের সালাতের সময় শেষ হলে আসরের সালাতের সময় শুরু হয়। যুহরের সালাতের সময় কখন শেষ হয় এই বিষয়ে হাদীসের আলোকে আলেমদের মধ্যে দুটি মত বিদ্যমান। এক. কোন বস্তুর ছায়া তার মূল ছায়া বাদে তার সমপরিমাণ হওয়া। এটা অধিকাংশ আলেমের মত এবং হাদীসের আলোকে অধিকগ্রহনযোগ্য বলে মনে হয়। দুই, মূল ছায়া বাদে দ্বিগুন হওয়া। আমাদের দেশে এই মতটি মেনে চলা হয়। সুতরাং আপনার উচিৎ হলো কোন বস্তুর ছায়া তার মূল ছায়া বাদে সমপমিান হওয়ার আগেই যুহরের সালাত আদায় করা। এর চেয়ে দেরী করা ঠিক হবে না। এর ভিতরেই সতর্কতা। কোন কারণে দেরী হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নিবেন। আর আসরের সালাত আমাদের দেশে যে সময়ে পড়া হয় সে সময়ে আদায় করার ভিতরই অধিক সতর্কতা। আল্লাহ ভাল জানেন।