আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 758

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 ফেব্রু. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। এখন প্রতিবেশিরা কেউ কেউ আমার মাকে নিম্মোক্ত জিনিসগুলো করার জন্য পরামর্শ দিচ্ছেন বারবার। ১। চল্লিশ দিন পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবেনা। ২। প্রথম কিছুদিন নাকের ফুল পড়া যাবেনা ৩। চল্লিশ দিন পর্যন্ত হাতের চুড়ি পড়া যাবেনা। ৪। চল্লিশা পালন সম্পর্কে আগ্রহ এবং পরামর্শ দান। কি করা উচিত আমাদের শরীয়তের দৃষ্টিকোন থেকে ব্যাখা এবং মাসলা দিবেন অনুগ্রহ করে। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন মহিলার স্বামী মারা গেলে এমহিলার জন্য ৪মাস দশ দিন ইদ্দত পালন করা ফরজ। এই সমসয়ে সে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবে না। সাজসজ্জা তথা সুন্দর পোশাক পরা, অলংকার পরা ও সুগন্ধি ব্যবহার পরিত্যাগ করবে। আল্লাহ তায়ালা কোরআনে বলেন, তোমাদের মধ্যে থেকে যারা মারা যায় আর স্ত্রী জীবিত থাকে এই অবস্থায় ঐ স্ত্রীরা নিজেদেরকে চারমাস দশদিন আটকে রাখবে। وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا {البقرة: 234 তোমাদের মধ্যে থেকে যারা মারা যায় আর স্ত্রী জীবিত থাকে এই অবস্থায় ঐ স্ত্রীরা নিজেদেরকে চারমাস দশদিন আটকে রাখবে। সুরা বাকারাহ, আয়াত ২৩৪। অবশ্য মহিলা যদি গর্ভবতী হয় তাহলে তার ইদ্দত হলো বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। সূরা ত্বলাক, আয়াত নং ৪। আপনার আম্মার জন্য শরীয়তের দৃষ্টিতে এগুলো করা আবশ্যক। ৪০ দিন হয় ১৩০ দিন ইদ্দত পালন করতে হবে। আল্লাহ তায়ালা ভাল জানেন।