আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 737

নামায

প্রকাশকাল: 5 ফেব্রু. 2008

প্রশ্ন

প্রশ্ন: যদি কোনো যুবক ছেলের রাত্রে সপ্নদোষ হলো, আর এমন অবস্থায় ফরাজের সালাত আদায় করা যাবে কি?

উত্তর

না, স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ। গোসল ছাড়া কোন সালাতই আদায় করা যাবে না।