আসসালামু আলাইকুম । আমার প্রশ্ন হচ্ছে আমাদের এলাকার মসজিদে রমজান এর শেষ ১০ দিন জমাতে তাহাজ্জুত পড়ান হয় রাত ১.৩০ এর সময় হাদিস এই ব্যাপারে কি বলে? যদি একটু বিস্তারিত বলতেন?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। রমাজানে কিয়ামুল লাইল (রাতের নামায) জামায়াতের সাথে রাসূলুল্লাহ সা. তিন বা চার দিন পড়িয়েছেন বলে বুখারী-মুসলিমসহ অন্যান্য গ্রন্থে উল্লেখ আছে। তাহাজ্জুদ কিয়ামুল লাইলরই অংশ। সুতরাং তাহাজ্জুদ জামায়াতের সাথে পড়াতে কোন সমস্যা নেই বরং সুন্নাত।