আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 729

যাকাত

প্রকাশকাল: 28 জানু. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার কাছে ১.৫ ভরি স্বর্ণ ও ১ ভরি রৌপ্য এবং ডিপিএস এ ৮৪ হাজার টাকা আছে সে ক্ষেত্রে কি আমি শুধু টাকার যাকাত দেব নাকি স্বর্ণ রৌপ্যর দাম যোগ করে তারপর যাকাত হিসাব করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সোনা, রোপার মুল্য টাকায় হিসাব করবেন এরপর যে টাকা আছে তার সাথে যোগ করে একশত টাকায় আড়াই টাকা হিসাবে যাকাত দিবেন।