আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 722

নামায

প্রকাশকাল: 21 জানু. 2008

প্রশ্ন

আস সালামু আলায়কুম………আমি ছাত্র ও চাকুরীহজীবি হিসাবে ১০ বছর ধরে চট্রগ্রাম আছি। আমি ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে থাকি। আমার এই থাকাটা কি পার্মানেন্ট নাকি অস্থায়ী? আমার বারি চট্রগ্রাম থেকে ৮০ কিঃমিঃ দূরে, গ্রামে আব্বা আম্মারা সবাই থাকে। আমি যদি চট্রগ্রাম থেকে বাড়ীতে যাই নামাজ কসর করতে হবে কি? কয়দিন পর্যন্ত কসর করে পড়তে হবে? যদি সকালে গিয়ে বিকালে চট্রগ্রাম চলে আসি তাহলে কি উভয় জায়গাতেই নামাজ কসর করতে করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চট্টগ্রামে আপনি যদি স্থায়ীভাবে থাকেন তাহলে বাড়ি এসে কসর করবেন। আপনি স্থায়ীভাবে আছেন না স্বাময়ীক আছেন সেটা আপনি জানেন। শুধু লেখাপড়ার জন্য কোথাও থাকলে সেটা মোটেও স্থায়ীভাবে থাকা নয়। স্থায়ীভবে না থাকলে বাড়ি আসলে আপনি পূর্ণ সালাত আদায় করবেন। যতটুকু সময়ের জন্যই আসুন না কেন। আর রাস্তায় থাকাকালীন কসর করবেন। যদি স্থায়ীভবে চট্টগ্রাম থাকেন তাহলে গ্রামে কসর করবেন। ১৫দিনের বেশী থাকার নিয়ত হলে পূর্ণ সালাত আদায় করবেন।