আস সালামু আলায়কুম………আমি ছাত্র ও চাকুরীহজীবি হিসাবে ১০ বছর ধরে চট্রগ্রাম আছি। আমি ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে থাকি। আমার এই থাকাটা কি পার্মানেন্ট নাকি অস্থায়ী? আমার বারি চট্রগ্রাম থেকে ৮০ কিঃমিঃ দূরে, গ্রামে আব্বা আম্মারা সবাই থাকে। আমি যদি চট্রগ্রাম থেকে বাড়ীতে যাই নামাজ কসর করতে হবে কি? কয়দিন পর্যন্ত কসর করে পড়তে হবে? যদি সকালে গিয়ে বিকালে চট্রগ্রাম চলে আসি তাহলে কি উভয় জায়গাতেই নামাজ কসর করতে করতে হবে?