আমার ৬ দিন হলো বিয়ে হয়ছে। আমার স্ত্রী মাহারাম – ননমাহারাম মেনে পর্দা করে
কিন্তু আমার পরিবারের লোক অর্থাৎ আমার বাবা চায় আমার স্ত্রী আমার ভাই, চাচাতো ও ফুপাতো ভাই এবং চাচাদের সামনে মুখ ও হাত খোলা রাখুক কিন্তু আমার স্ত্রী এটি চায় না।
এখানে ফ্যামিলি মানুষ ইখতিলাফ এর কথা বলছে। যার কারনে বাড়িতে একটি জামেলার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আমার করনীয় কী?