আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7202

পোশাক-পর্দা

প্রকাশকাল: 13 ফেব্রু. 2025

প্রশ্ন

আমার ৬ দিন হলো বিয়ে হয়ছে। আমার স্ত্রী মাহারাম – ননমাহারাম মেনে পর্দা করে
কিন্তু আমার পরিবারের লোক অর্থাৎ আমার বাবা চায় আমার স্ত্রী আমার ভাই, চাচাতো ও ফুপাতো ভাই এবং চাচাদের সামনে মুখ ও হাত খোলা রাখুক কিন্তু আমার স্ত্রী এটি চায় না।
এখানে ফ্যামিলি মানুষ ইখতিলাফ এর কথা বলছে। যার কারনে বাড়িতে একটি জামেলার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আমার করনীয় কী?

উত্তর

এ বিষয়গুলো বিয়ের আগে থেকেই চিন্তা করতে হয়। আপনার স্ত্রী যেহেতু মুখ-হাত খোলা রাখতে চায় না, সেহেতু তাকে চাপ দেয়ার কোন ইখতিয়ার আপনার নেই। তাছাড়া হাত-মুখ খোলা রাখা পরিপূর্ণ পর্দার পরিপন্থী। সুতরাং আপনার বাবার চাওয়া এখানে পূর্ণ করা যাবে না। তাকে বলে দিন এভাবে তাকে চাপ দেয়ার এখতিয়ার আপনাদের নেই। আপনার স্ত্রী সঠিক কাজ করছে। হাত-মুখ খুলে নন-মাহরমাদের সামনে যাওয়া কোন তাকওয়াবান, আল্লাহভীরু মহিলোর কাজ হতে পারে না। যদি পরিবার থেকে বেশী সমস্যা করে তাহলে আলাদা বাসায় থাকবেন, এটা স্ত্রীর অধিকার।