ওয়া আলাইকুমুস সালাম। যাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে সাত ভরি স্বর্ণ থাকতে হবে। এর কম থাকলে যাকাত ফরজ হবে না। আর যাকাত দেয়ার সময় যত স্বর্ণ থাকবে তার পুরোটারই যাকাত দিতে হবে। যা স্বর্ণ থাকবে তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। স্বর্ণের দাম হিসাব করে টাকা দিয়েও যাকাত দিতে পারবেন।