আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7197

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 জানু. 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমাদের একটি জমি ছিল সেটা বিক্রি করার পরে কিছু টাকা পেয়েছি। এখন আমার বয়স ১৬ বছর, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিব। তাই আমার পরিবার চাচ্ছে ওই টাকাগুলো কোন ব্যাংকের রাখতে,  আমার পড়ালেখা করার জন্য।  যে সুদ আসবে  আমরা  নিব না, তাহলে কি ঐ সুদের টাকা কোনভাবে কাউকে দান করে দেওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকে টাকা রাখতে পারবেন। সুদ হিসেবে যে টাকা হবে সেগুলো সওয়াবের নিয়ত ছাড়া অসহায়দেরকে দিয়ে দিবেন। এক্ষেত্রে কোন ইসলামী ব্যাংকে রাখা আপনার জন্য উত্তম উপায়।