আসসালামু আলাইকুম। প্রায় শুনতে পাওয়া যায় আল্লাহ্ ১ লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গাম্বর বা নবী রাসূল পাঠিয়েছেন,কিন্তু এটাও লক্ষণীয় যে কোরআনে মাত্র ২৫ জন নবী রাসূল এর কথা উল্লেখ আছে। তাহলে ১ লক্ষ ২৪ হাজার মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গাম্বর এর বিষয়টি কি লোক মুখে প্রচলিত একটি বিষয় নাকি এর কোনো ভিত্তি রয়েছে। জানালে খুবই উপকৃত হব।