অনেক আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল। আমরা অনেক দূরত্বে ছিলাম। দেখা হতনা তেমন। আমি মাঝে মাঝে তাকে বউ বলে সম্বোধন করতাম, সে সেটা প্রত্যাখ্যান করত না। এমন কি তার ক্লাসের বন্ধুরা মিলে তাকে আমার বউ বলে ডাকতো। এতে সে হাসতো এবং জবাব দিত। আমার প্রশ্ন হল, ঐ মেয়ের সাথে কি আমার বিয়ে হয়ে গিয়েছিল? আমরা ৫ বছর আগে রিলেশন বাদ দিয়েছি।