আমার বিয়ের সময় বাবার বাড়ি ও শশুর বাড়ি থেকে সোনার গহনা পাই। সব মিলে যাকাত ফরয হয়।আমি বিক্রি করে কমাতে চাইলে আমার পরিবারের লোকজন নিষেধ করে।তাদের দেওয়া জিনিস যেন বিক্রি না করি।আমার কর্ম নাই যাকাত দেওয়ার সামর্থ্য নাই। বাড়ির লোকজন তা আমার সন্তানের জন্য রাখতে বলে। ছেলের জন্য রাখলে কি যাকাত দিতে হবে।আমার কি পাপ হচ্ছে? আমি যা পারি দান করার চেষ্টা করি। আমার কি করা উচিত?