আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 7183
অর্থনৈতিক
প্রকাশকাল: 18 জানু. 2025
আমি সৌদি আরবের থাকি। এখানে একটা কোম্পানিতে কাজ করি। কাজ হলো গাড়ি থেকে মাল-সামানা নামানো। গাড়ি থেকে মাল-সামানা নামানো শেষ হলে ড্ররাইভার খুশি হয়ে অল্প কিছু টাকা দের নাস্তা করার জন্য, এই টাকা কি খাওয়া জায়েজ?