আমাদের জাতীয় সংগীত বা যে কোনো দেশত্ববোধক সংগীতে দেশকে মা বলা হয়। হিন্দুরা যদিও মা বলে দেবতার সাথে তুলনা করে, তবে অন্যান্য দেশে দেশকে মা বলা হয় সম্মানার্থে। এটা কি জায়েজ?
উত্তর
দেশকে মা বলার এই প্রথা সাহাবী বা তাবেয়ীদের থেকে পাওয়া যায় না। সুতরাং জায়েজ হলেও এটা পরিহার করা কর্তব্য। আল্লাহ ভীরু কোন মানুষ বা গ্রহনযোগ্য কোন আলেম দেশকে সম্মান করে মা বলেছেন এমন পাওয়া যায় না।