আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7179

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 জানু. 2025

প্রশ্ন

আস্সালমুয়ালইকুম। আমার বয়স ২৪। ২০বছর বয়সে আমার বিয়ে হয় কিন্তু আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করে নি। দীর্ঘ একবছর অপেক্ষা করার পর আমার পরিবারকে জানালে পারিবারিক ভাবে আমার ডিভোর্স হয়। এরপর আমি একটা সম্পর্ক জড়িয়ে পরি। সম্পর্কের কয়েকদিন এর মাথায় সে আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু এখন সে বলছে তার পরিবার আমাকে মানবে না। তারও নাকি আমাকে আর ভালো লাগে না । সে এখন অন্য মেয়েদের সাথে কথা বলতে চায় আর আমাকে বলে বিয়ের পর নাকি তার আরও দুইতিনটা বিয়ে করার ইচ্ছা আছে। এখন আমি কি কোনোভাবে তাঁকে এসব থেকে ফিরিয়ে আনতে পারি? আমার কি তাঁকে পাওয়া সম্ভব নয়? আর আমি যদি তাঁকে ছেড়ে দেই আমি কি অন্য কোথাও বিয়ে করতে পারব? আমার এরকম অবস্থায় আসলে কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার পাপের জন্য আল্লাহ তায়ালার নিকট তওবা করুন। ঐ ছেলের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করুন। তার সাথে কথা বলবেন না, দেখা সাক্ষাৎ করবেন না। এগুলো সম্পূর্ণরূপে আপনার জন্য হারাম। পরিবার যেখানে বিবাহ দেয় সেখানে বিবাহ করবেন। পাত্র যেন ধার্মিক হয় সেদিকে খেয়াল করবেন।  যে পাপ করেছেন তা গোপন রাখবেন, কাউকে বলবেন না। নামায নিয়মিত আদায় কররেন, ইসলামী বিধিবিধান মেনে চলবেন। পর্দা করবেন। আল্লাহর কাছে সুন্দর একটি ভবিষ্যতের জন্য সর্বদা দুআ করবেন।