আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7178

সুন্নাত

প্রকাশকাল: 16 জানু. 2025

প্রশ্ন

মহিলারা সাজদার সময় পা একপাশে বিছিয়ে রাখলে কি নামায হবে?

উত্তর

জ্বী, নামায হবে। মহিলারা জড়সড় হয়ে নামায আদায়ের কথা বিভিন্না গ্রহনযোগ্য হাদীসে পাওয়া যায। সুতরাং নামায সহীহ হবে।