ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহামাতুল্লাহ। ১। দুআ মাসূরা অর্থ হলো কুরআন ও হাদীসে বর্ণিত দুআ। আপনি যে কোন দুআ মাসূরা অর্থাৎ কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ সালাতের মধ্যে সালামের পূর্বে পড়তে পারেন। একধিক দুআ মাসূরাও পড়তে পারেন। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন
فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِى الصَّلاَةِ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ فَإِذَا قَالَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِى السَّمَاءِ وَالأَرْضِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ অর্থ: যখন তোমাদের কেউ সালাতের মধ্যে বসে সে যেন বলে, আত্যাহিয়্যাতু লিল্লাহি…. আবদুহু ও রসূলুহু অত:পর সে যা ইচ্ছা করবে তাই চাইবে। সহীহ মুসলিম হাদীস নং ৯২৪। এই হাদীস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের যা কিছু প্রয়োজন আমরা তা আল্লাহর কাছে এই সময় চাইতে পারবে। আমরা যে দুআ মাসূরাটি সাধারণত সালাতের মধ্যে পড়ি তা ছাড়া আরো অনেক দুআ রাসূলুল্লাহ সা. এই সময়ে পড়ার জন্য শিক্ষা দিয়েছেন। তার একটি হলো, (সহীহ মুসলিম, হাদীস নং ১৩৫২) اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ২। সাহু সিজদা দিলেই হবে।