তুচ্ছ পরিমাণ নাপাকী কি খাবার – পোশাকের ক্ষেত্রে মাফ যোগ্য? আমাদের দেশে ডিমের সাথে লেগে থাকা বিষ্ঠা সম্পর্কে তো অধিকাংশ মানুষ অসচেতন।কখনো ডিম না ধুয়ে ভাজির ক্ষেত্রে -সিদ্ধ করার ক্ষেত্রে ডিমের খোসা থেকে খুবই কম বা চিমটা পরিমাণ নাপাকী যদি খাবারের সাথে মিশে যায়, তবে সে খাবার কি হারাম হয়ে যায়?…