আমি ইসলামকে অনেক ভালোবাসি, প্রতিদিন সালাত এবং ইবাদত পালন করি কিন্তু আমি খুব মানসিক ব্যাধির মধ্যে ভুগছি , আমার মনে খারাপ চিন্তা আসে যা কাউকে বলা সম্ভব নয় এতে আমার খুব কষ্ট লাগে, ইবাদত করতে মন চায় না । আরেকটি সমস্যা অতিরিক্ত হাসি, অনেকসময় নিয়ন্ত্রণ করতে পারি না তাই সালাতে মধ্যে হেসে ফেলি । এইকারনে ইমামতি করতে এবং আজান দিতে ভয় পাই এই ভেবে তখন যদি হাসি চলে আসে ।