আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7155

পবিত্রতা

প্রকাশকাল: 28 ডিসে. 2024

প্রশ্ন

আমি ইসলামকে অনেক ভালোবাসি, প্রতিদিন সালাত এবং ইবাদত পালন করি কিন্তু আমি খুব মানসিক ব্যাধির মধ্যে ভুগছি , আমার মনে খারাপ চিন্তা আসে যা কাউকে বলা সম্ভব নয় এতে আমার খুব কষ্ট লাগে,  ইবাদত করতে মন চায় না । আরেকটি সমস্যা অতিরিক্ত হাসি, অনেকসময় নিয়ন্ত্রণ করতে পারি না তাই সালাতে মধ্যে হেসে ফেলি । এইকারনে ইমামতি করতে এবং আজান দিতে ভয় পাই  এই ভেবে তখন যদি হাসি চলে আসে ।

 

উত্তর

৫ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন। হারাম-হালাল মেনে চলবেন। নিয়মিত আল্লাহর কাছে সমস্যার জন্য দুআ করবেন। যেহেতু আপনি সমস্যাগুলো বুঝতে পারছেন নিয়ন্ত্রনের চেষ্টা করতে থাকুন। সকাল-সন্ধ্যার দুআগুলো নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে।