আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7154

বিবাহ-তালাক

প্রকাশকাল: 28 ডিসে. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার স্বামী আমাকে তালাকের শর্ত দেয় কিন্তু আমি তার শর্ত ভঙ্গ করি নি।এসব নিয়ে অনেক ঘাটাঘাটি করছি কি বললে তালাক হয় না হয় এসব।কিছুদিন আগে ইউটিউবে দেখি স্বামী যদি বউকে বলে বাবার বাসায় চলে যাও বা এ ধরনের কোন কথা বলে তাহলে তালাক হয়ে যায়।তারপর থেকে আমার দুটি ঘটনাকে কেন্দ্র করে বার বার মনে হচ্ছে আমার স্বামি আমাকে মনে হয় এরকম কোনো কথা বলেছিল যার জন্য তালাক হতে পারে, আবার মনে হচ্ছে এ ধরনের কোনো কথাই বলে নি…না বলার সম্ভাবনাই বেশি আবার বলতেও তো পারে। কিন্তু আমার একটুও মনে নেই সে কোনো কিছু বলেছিল নাকি বলেনি।খুব মানসিক অশান্তিতে আছি। এটা কি ওয়াসওয়াসা? আর যদিওবা বলে আমার তে মনে নাই এক্ষেত্রে আমার করনীয় কি অনুগ্রহ করে উত্তরটি দিবেন?আল্লাহ কি আমাকে মাফ করবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সংসার অব্যাহত রাখুন। ভবিষ্যতে সতর্ক হবেন। স্বাভাবিক থাকুন। যেহেতু নিশ্চিত কিছু মনে নেই তাই কোন চিন্তা করার দরকার নেই। সালাতগুলো নিয়মিত আদায় করুন। সকাল-সন্ধ্যার দুআগুলো নিয়মত পাঠ করুন।