ওয়া আলাইকুমুস সালাম। নামায না পড়লে সে আর মুসলিম থাকে না। সে অমুসলিম হিসেবে জাহান্নামে যাবে।
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,
وَأَقِيمُوا الصَّلاةَ وَلا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ তোমরা নামায কায়েম কর, মুশরিক হয়ো না।” সূরা রুম, আয়াত ৩২।
রাসূলুল্লাহ সা. বলেছেন إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلاَةِ ” বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত নামায পরিত্যাগ করা। সহীহ মুসলিম, হাদীস নং ১৪৯।