আমার মাঝে মাঝে এসব কল্পনা চলে আসে যে, আমার ভবিষ্যৎ স্ত্রীর সাথে আমি অনেক সুখে জীবন অতিবাহিত করব ।। ওকে কষ্ট দিবো না , ওর সাথে ভালো ব্যবহার করব।। ওকে অনেক আদর ভালোবাসা দিবো , ওকে ঘুরতে নিয়ে যাবো।। ওর সাথে অনেক্ষণ তৃপ্তি সহকারে সহবাস করব।। আমার স্ত্রী একজন পূণ্যবতী, পুতঃপবিত্র, ও পর্দাশীল হবে ।। ও আল্লাহর ইবাদত করবে আর স্বামীর আনুগত্য করবে ।। স্বামী সুখ-দুখের সাথী হবে ।। আমাদের ভবিষ্যতে অনেক অনেক সুন্দর সন্তান হবে । তারা মা-বাবার আদর্শে বড় হবে । ওদের ধর্মীয়-মূল্যবাদ থাকবে । মা-বাবার গর্বের সন্তান হবে, দ্বীনদারী হবে।। আমাদের পরিবার টা আল্লাহর রহমতে ভরপুর থাকবে।। এমন চিন্তা ভাবনা মাঝে মাঝে চলে আসে আর তা ভাবতেই যেন কেমন জানি একটু ভালো অনুভূতি লাগে।। এসব কল্পনা করা কি জায়েজ আছে? নাকি এটাতে অন্তরের গুনাহ হবে??