আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7151

জায়েয

প্রকাশকাল: 23 ডিসে. 2024

প্রশ্ন

আমার মাঝে মাঝে এসব কল্পনা চলে আসে যে, আমার ভবিষ্যৎ স্ত্রীর সাথে আমি অনেক সুখে জীবন অতিবাহিত করব ।। ওকে কষ্ট দিবো না , ওর সাথে ভালো ব্যবহার করব।। ওকে অনেক আদর ভালোবাসা দিবো , ওকে ঘুরতে নিয়ে যাবো।। ওর সাথে অনেক্ষণ তৃপ্তি সহকারে সহবাস করব।। আমার স্ত্রী একজন পূণ্যবতী, পুতঃপবিত্র, ও পর্দাশীল হবে ।। ও আল্লাহর ইবাদত করবে আর স্বামীর আনুগত্য করবে ।। স্বামী সুখ-দুখের সাথী হবে ।। আমাদের ভবিষ্যতে অনেক অনেক সুন্দর সন্তান হবে । তারা মা-বাবার আদর্শে বড় হবে । ওদের ধর্মীয়-মূল্যবাদ থাকবে । মা-বাবার গর্বের সন্তান হবে, দ্বীনদারী হবে।। আমাদের পরিবার টা আল্লাহর রহমতে ভরপুর থাকবে।। এমন চিন্তা ভাবনা মাঝে মাঝে চলে আসে আর তা ভাবতেই যেন কেমন জানি একটু ভালো অনুভূতি লাগে।। এসব কল্পনা করা কি জায়েজ আছে? নাকি এটাতে অন্তরের গুনাহ হবে??

উত্তর

আপনি যে কাজ করেন সে কাজ মনোযোগ সহকারে করবেন। এতো কল্পনার জগতে ডুব দিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। কিছু বাজে কল্পনাও চলে এসেছে, এগুলো বাদ দিতে হবে। বিবাহ করার আগে পরে সব সময় সুন্নাহ অনুযায়ী চলবেন। প্রতেককে তাদের হক আদায় করবেন।