আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 715

কুরআন

প্রকাশকাল: 14 জানু. 2008

প্রশ্ন

মনে করুন আমি ছোট নাপাকি অবস্থায় আছি, এমতাবস্থায় আমি যদি কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে দেখে দেখে কুরআন পড়ি তাহলে কি কোন আপত্তি আছে? নাকি ওযৃ করে পড়াটাই উত্তম? যেহেতু মুখস্থ পড়ছি না, অর্থাৎ দেখে দেখে পড়ছি?

উত্তর

সমস্যা নেই,তবে স্কীনে হাত লাগাবেন না। তবে ওযু করে নেয়া তো নি:সন্দেহে উত্তম।