আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7143

নামায

প্রকাশকাল: 27 নভে. 2024

প্রশ্ন

‘সালাতে রুকু বা সিজদাহ্তে তিন বারের কম তাসবিহ পড়লে কি ‘সালাত ভেঙে যাবে?

 

উত্তর

রুকু-সাজদাতে তাসবীহ পড়া সুন্নাত। তাসবীহ তিনবার না পড়লে বা  আদৌ না পড়লে নামায ভেঙে যাবে না। তবে সাজদাতে গিয়ে একবার তাসবীহ পড়া পরিমাণ অপেক্ষা করা ফরজ।