আস-সালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমি ৩বছর আগে গোপনে লুকিয়ে আমার পরিবারকে না জানিয়ে কাজি অফিসে স্বাক্ষীসহ বিয়ে করে রাখি। তখন আমি শরিয়তে বিয়ের নিয়ম এসব কিছু জানতাম না। আমরা কোন মাজহাব অনুসরণ না করেই বিয়ে করি। ছেলে আমাকে বলে আমরা সম্পর্ক করছি এটা তো যিনা হচ্ছে, তাই এখন গোপনে বিয়ে করে রাখবো, জব হলে তারপর তোমার পরিবারকে জানিয়ে আবার বিয়ে করবো। নিজ নিজ বাবার বাসায় আলাদা স্বাভাবিকভাবেই থাকবে মাঝে মাঝে দেখা হবে। তারপর বিয়ে করার পরে যখন ঝগড়া হতো, যতবার ঝগড়া হতো তিন তালাক দিত মুখে সবসময় রাগ হলেই তালাক বলতো।আমি হঠাৎ জানতে পারলাম ওলি ছাড়া বিবাহ বাতিল । যদি বিবাহ বাতিল হয় তাহলে কি আমাদের তালাক টা বৈধ হয়েছে? আমরা কি চাইলে পুনরায় অভিভাবকের অনুমতি নিয়ে সামাজিকভাবে বিয়ে করতে পারবো শরিয়তে কি সেই সুযোগ আছে? শায়েখ আমি এটা নিয়ে খুব চিন্তিত আমাকে সঠিক পরামর্শ দিবেন এখন কি করা উচিত হবে আমাদের জন্য। দয়া করে পরিচয় গোপন রাখবেন।