আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7141

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 নভে. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন মেয়ে। আমি ৩বছর আগে গোপনে লুকিয়ে আমার পরিবারকে না জানিয়ে কাজি অফিসে স্বাক্ষীসহ বিয়ে করে রাখি। তখন আমি শরিয়তে বিয়ের নিয়ম এসব কিছু জানতাম না। আমরা কোন মাজহাব অনুসরণ না করেই বিয়ে করি। ছেলে আমাকে বলে আমরা সম্পর্ক করছি এটা তো যিনা হচ্ছে, তাই এখন গোপনে বিয়ে করে রাখবো, জব হলে তারপর তোমার পরিবারকে জানিয়ে আবার বিয়ে করবো।  নিজ নিজ বাবার বাসায় আলাদা স্বাভাবিকভাবেই থাকবে মাঝে মাঝে দেখা হবে। তারপর বিয়ে করার পরে যখন ঝগড়া হতো, যতবার ঝগড়া হতো তিন তালাক দিত মুখে সবসময় রাগ হলেই তালাক বলতো।আমি হঠাৎ জানতে পারলাম ওলি ছাড়া বিবাহ বাতিল । যদি বিবাহ বাতিল হয় তাহলে কি আমাদের তালাক টা বৈধ হয়েছে? আমরা কি চাইলে পুনরায় অভিভাবকের অনুমতি নিয়ে সামাজিকভাবে বিয়ে করতে পারবো শরিয়তে কি সেই সুযোগ আছে? শায়েখ আমি এটা নিয়ে খুব চিন্তিত আমাকে সঠিক পরামর্শ দিবেন এখন কি করা উচিত হবে আমাদের জন্য। দয়া করে পরিচয় গোপন রাখবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশের মানুষ সাধারণত হানাফী মাজহাব অনুসরণ করে। হানাফী মাজহাবে যেহেতু ওলী বা অভিভাবক ছাড়া বিবাহ জায়েজ তাই আমাদের সমাজে অনেক মেয়েই ওলী ছাড়া বিবাহ করে, এখানে এটাই প্রচলিত। আপনারাও সেটাই ধরে নিয়ে বিবাহ করেছেন। সুতরাং বিয়ে হয়ে গেছে, তালাক দেয়ার কারণে তালাকও হয়ে গেছে। নতুন করে বিবাহ করার কোন সুযোগ নেই। তিন তালাক দিলে নতুন করে বিবাহ করেও সংসার করার সুযোগ থাকে না। আপনি এতো দিন যা জানতেন সেই অনুযায়ী ফয়সালা হবে। হঠাৎ কোন কিছু জানার কারণে হুকুম পরিবর্তন হবে না।