আসসালামু আলাইকুম, একটি প্রাপ্তবয়স্ক চায় সে বিয়ে করবে না, একটি চাকরি করবে তার বাবা মায়ের দেখাশুনা করবে এবং পরবর্তীতে সন্তানের অভাব পূরণের জন্য পালক সন্তান নিবে তার এই সিদ্ধান্ত নেওয়া কি জায়েজ আছে? তার পরিবারের দেখাশোনা সে নিজেই করে সে ছাড়া অন্য আর কেউ নেই। তার বাবা মা দু’জনেই অসুস্থ। তার এই বিয়ে না করে থাকার সিদ্ধান্ত কি জায়েজ আছে?