আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7139

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 নভে. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ আমার একটি প্রশ্ন হলো? আমি যদি কোন দোকানে ফ্রিজ বা অন্য জিনিস কিনে দিই,  আমার টাকা দিয়ে আমি তাদের কাছে কোন প্রকার সুদ বা বেনিফিট নিবো না, কিন্তু সে ফ্রিজ দিয়ে যদি ১৫০ দৈনিক ইনকাম করে তা থেকে যদি আমাকে৫০ টাকা দৈনিক দেয় সে টাকা কি সুদ বলে গন্য হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা সুদ হবে না।