আসসালামু আলাইকুম। আমার একটা মুরগীর ফার্ম আছে। মুরগির ডিম আমি একজন বড় ডিম বিক্রেতার কাছে বিক্রি করি। মুলত এগুলো ফাওমি মুরগীর ডিম যেটা দেখতে দেশি মুরগির ডিমের মত। কিন্তু সমস্যা হচ্ছে আমি যার কাছে ডিম বিক্রি করি তাকে আমি বলে দেই যে এগুলো ফাওমি মুরগীর ডিম, কিন্তু এগুলো ওনি মানুষের কাছে দেশী মুরগির ডিম বলে বিক্রি করে। এক্ষেত্রে কি আমার ইনকাম হারাম হয়ে যাবে?